20 C
Dhaka
Saturday, December 21, 2024

দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের বাহক হলো নির্বাচন। সুতরাং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। যার মাধ্যমে জনগণ তার মালিকানা ফিরে পাবে। জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হবে। যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই।

শনিবার (১২ অক্টোবর) টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন  ‘পুলিশের চাকরিকে ইবাদত মনে করি, এর মাধ্যমেই আমি জান্নাতে যেতে চাই’

আমীর খসরু মাহমুদ চৌধুরী, রংধনুর দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে এ দেশ দ্বিতীয় বার স্বাধীন হয়েছে।

আওয়ামী লীগকে দায়ী করে তিনি আরও বলেন, ১৭ বছর তারা এ দেশকে কারাগার বানিয়ে রেখেছিল। সাধারণ জনগণের কোনো মতামত ছিল না। এ দেশে খুন, গুম, অন্যায়-অত্যাচার, ধর্ষণ আর চাঁদাবাজি ছিল তাদের প্রধান টার্গেট। সবাইকে নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে এ দেশ এগিয়ে নিয়ে যাওয়ায়ই এখন বিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

আরো পড়ুন  ফার্মেসিতে ঔষধের খালি বক্সে মিললো অর্ধ শতাধিক সাপের বাচ্চা

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, নির্বাহী কমিটির সহসাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসরাম ফরিদ, আলম মৃর্দা, পৌর বিএনপির সভাপতি হজরত আলী মিঞা ও সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ।

আরো পড়ুন  গভীর রাতে কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির পলায়ন

সর্বশেষ সংবাদ