24 C
Dhaka
Thursday, November 21, 2024

গভীর রাতে কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির পলায়ন

বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার কয়েদির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত ৩টার দিকে ছাদ ফুটো করে রশির মাধ্যমে তারা পলায়ন করেন। পরে অবশ্য পুলিশ রাতেই অভিযান চালিয়ে আবারও তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু, নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন, বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে মো. জাকারিয়া এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ।

আরো পড়ুন  ভারতের পতাকাবাহী দুটি ট্রলারসহ ৩১ জেলে আটক

আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

সর্বশেষ সংবাদ