24 C
Dhaka
Thursday, November 21, 2024

মহারাষ্ট্রে মাদ্রাসা শিক্ষকদের বেতন বাড়ল ৩ গুণ

ভারতের মহারাষ্ট্রে মাদ্রাসা শিক্ষকদের বেতন তিনগুণ বাড়ানো হয়েছে। সে সঙ্গে সংখ্যালঘু তহবিলে অর্থের পরিমাণ বাড়িয়েছে রাজ্য সরকার। নির্বাচনের আগে সংখ্যালঘু মুসলমানদের কল্যাণে এ ধরনের সিদ্ধান্ত নিলেন দায়িত্বশীলরা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, চলতি বছরেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এখনও তপসিল ঘোষণা করা হয়নি। এর আগেই সমাজসেবা করে নিজেদের অবস্থান পাকাপোক্ত করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। পাশাপাশি রাজ্য সরকারও সংখ্যালঘুদের প্রতি নমনীয়। তারই নজির হিসেবে এ বেতন বৃদ্ধিকে দেখা হচ্ছে।

আরো পড়ুন  অভিবাসনপ্রত্যাশীদের প্রথমবার আলবেনিয়া পাঠাল ইতালি

বৃহস্পতিবার (১০ অক্টোবর) কেবিনেট বৈঠকে পাস হওয়া সিদ্ধান্ত অনুযায়ী, মাদ্রাসার ডিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের বেতন ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা। বিএড ও বিএসসি বিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষকদের বেতন ৮ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি, নন ক্রিমি লেয়ার আয়ের সীমা ৮ লাখ থেকে বাড়িয়ে ১৫ লাখ করা হয়েছে।

আরো পড়ুন  সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে ‘হিজবুল্লাহর’ নাম প্রত্যাহার করলো আরব লীগ

এ ছাড়া আদিবাসী উন্নয়নের লক্ষ্যে শবরী ট্রাইবাল ফিনান্স করপোরেশনে আর্থিক অনুদানের পরিমাণ ৫০ লাখ থেকে বাড়িয়ে ১০০ কোটি করা হয়েছে। পাশাপাশি সংখ্যালঘু উন্নয়নে আর্থিক বরাদ্দের পরিমাণ ৭০০ কোটি থেকে বাড়িয়ে ১০০০ কোটি করা হয়েছে।

এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সুবিধাভোগীরা। অপরদিকে বিপক্ষ গোষ্ঠী সমালোচনামুখর।

সর্বশেষ সংবাদ