28 C
Dhaka
Tuesday, October 15, 2024

সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে ‘হিজবুল্লাহর’ নাম প্রত্যাহার করলো আরব লীগ

আরব লীগের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ পড়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নাম। রোববার (৩০ জুন) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি এ ঘোষণা দেন। বৈরুতে তার সফর শেষ করার পরদিন মিশরীয় আল-কাহেরা নিউজ চ্যানেলে একটি বিবৃতিতে হোসাম জাকি বলেছেন, ‘পূর্বে আরব লীগের সিদ্ধান্তে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিলো। তবে লীগের সদস্য রাষ্ট্রগুলো সম্মত হয়েছে যে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আর ব্যবহার করা উচিত নয়।’

আরো পড়ুন  ভেঙে ফেলা হবে ইউরোপের একমাত্র জগন্নাথ মন্দির

তিনি আরও জানান, ‘আরব লীগের সদস্য রাষ্ট্র ও হিজবুল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপনের শর্তগুলোও পূরণ করা হয়েছে।’

এর আগে, ২০১৬ সালের ১১ মার্চ আরব লীগ হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) মোকাবিলায় এবং গাজায় গণহত্যা বন্ধে ফিলিস্তিনেদের পাশে দাঁড়িয়ে হিজবুল্লাহ যেভাবে লড়ে যাচ্ছে, তা আরব দেশগুলোর জনগণের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে। সম্ভবত, এই বিষয়টিই হয়তো আরব লীগের দেশগুলোকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে।

আরো পড়ুন  ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বেরিল, আঘাত হানবে যেসব দেশে
সর্বশেষ সংবাদ