36 C
Dhaka
Thursday, July 18, 2024

প্লাস্টিকের দাঁত লাগিয়ে কুরবানির ছাগল বিক্রি, এরপর যা হলো

পশুর হাটে ছাগল নিয়ে আসেন বিক্রেতা। সেই ছাগল পছন্দ হলে দর-দাম শেষে কিনেও নেন একজন ক্রেতা। তবে সবকিছু ঠিক থাকলেও ছাগলের দাঁত দেখতে গিয়েই ঘটে অদ্ভুত এক ঘটনা। অভিযোগ উঠেছে, প্লাস্টিকের দাঁত লাগিয়ে ছাগল বিক্রি করতে নিয়ে আসেন ওই ব্যবসায়ী। এমনকি ছাগলের মুখ থেকে এই নকল দাঁত খোলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আরো পড়ুন  আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা ৩৩০ ছাড়িয়েছে

গত শনিবার (১৬ জুন) পাকিস্তানের করাচির গুলবার্গ চৌরঙ্গী এলাকায় অদ্ভুত এই ঘটনা ঘটে। ইতিমধ্যে ওই অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

এআরওয়াই নিউজের প্রতিবেদন অনুযায়ী, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একজন ক্রেতা একটি ছাগলের মুখ থেকে প্লাস্টিকের দাঁত অপসারণ করছেন। এই ঘটনা ভাইরাল হতেই ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর প্রমাণ হিসেবে তার আরও সাতটি ছাগল জব্দ করা হয়েছে।

আরো পড়ুন  খোরাসানে পৌঁছালো রাইসির লাশ, শেষ শ্রদ্ধা জানাতে লাখো মানুষের ভিড়

পাকিস্তানি পুলিশ বলছে, তারা ওই ভাইরাল ভিডিওয়ের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। এরপরই তারা এই ঘটনায় হস্তক্ষেপ করেন।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই ব্যবসায়ী জানান, তিনি হায়দ্রাবাদের বাসিন্দা। পবিত্র ঈদুল আজহায় ছাগল বিক্রি করতে করাচিতে যান। এ ছাড়া এই বিষয়ে আরও তদন্ত শুরু করেছে পুলিশ।

পাকিস্তানে আগামীকাল সোমবার ১৭ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। তার আগে গত ৭ জুন দেশটিতে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যায়।

আরো পড়ুন  গাজায় যাওয়া ট্রাকভর্তি ত্রাণ ফেলে দিচ্ছে ইসরায়েলিরা
সর্বশেষ সংবাদ