টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশের নারী দল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই নিগার সুলতানা জ্যোতিদের জন্য। সেই লক্ষ্যেই বাংলাদেশ অধিনায়ক টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। টসের পর বাংলাদেশ অধিনায়ক জ্যোতি জানান, ‘আমরা আজ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। এটি আমাদের জন্য ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ। আমরা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলাম, তবে মোমেন্টাম ধরে রাখতে পারিনি। দলে একটি পরিবর্তন আনা হয়েছে।’
বাংলাদেশের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার তাজ নাহার, যিনি তার প্রথম তিন ম্যাচে তেমন রান করতে পারেননি। তার জায়গায় একাদশে ফিরেছেন অভিজ্ঞ মুর্শিদা খাতুন। তবে দক্ষিণ আফ্রিকার দল অপরিবর্তিত রয়েছে।
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথী রানি, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার।
দক্ষিণ আফ্রিকা একাদশ: লরা উলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, অ্যানেকি বখ, ম্যারিজেন ক্যাপ, সুনে লুস, ক্লো ট্রায়ন, নাদিনে ডি ক্লার্ক, অ্যানারি ডার্কসেন, সিনালো জাফটা, নঙ্কুলুলেকো ম্লাবা, আয়াবোঙ্গা খাকা।