25 C
Dhaka
Friday, November 22, 2024

বন্যার্তদের পাশে ঢাবি রোভার স্কাউট

আগস্টে শুরু হওয়া আকস্মিক বন্যায় ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বের জেলাগুলোয় লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন শুরু করে। সংকটময় এই পরিস্থিতিতে আর্তমানবতার সেবায় এগিয়ে আসে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ। যার অংশ হিসেবে বন্যার সময় ও বন্যা-পরবর্তী দুই ধাপে বন্যার্তদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা হাতে নেয় সংগঠনটি।

এ প্রেক্ষিতে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে গৃহীত বন্যা-পরবর্তী পুনর্বাসন প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ফেনী জেলার পরশুরাম উপজেলার একটি মাদ্রাসায় মোট ৪০০ শিক্ষার্থীকে তাদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, রাবার, শার্পনার, ফাইল ইত্যাদি শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

আরো পড়ুন  রাজু ভাস্কর্যে হিজাব পরানোর ঘটনায় তদন্ত কমিটি গঠন

এ ছাড়াও এ প্রকল্পের আওতায় ২টি পরিবারের বাড়ি পুনর্নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট জানায়, এর আগে দেশের সাম্প্রতিক বন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে নোয়াখালী জেলার সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার প্রায় ৭০০ পরিবারের মাঝে ত্রাণ ও জরুরি উপকরণ সরবরাহ করা হয়।

আরো পড়ুন  পরীক্ষায় ফেল করায় যুবকের আত্মহত্যা

প্রসঙ্গত, এসব কার্যক্রমে সার্বিক সহায়তা করে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন ‘ডুরসেফ’, আবহাওয়া বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যক্তি। বাস্তবায়ন সহযোগী হিসেবে ছিল গিভ বাংলাদেশ ফাউন্ডেশন।

সর্বশেষ সংবাদ