27 C
Dhaka
Wednesday, November 13, 2024

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

রংপুরের পীরগাছায় ট্রেনে কাটা পড়ে ছালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার চৌধুরাণী-কান্দি সড়ক সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার বাড়ি উপজেলার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। ট্রেনটি চলে যাওয়ার পর সকাল ৭টার দিকে চৌধুরাণী-কান্দি রেলক্রসিং অতিক্রম করলে এক বৃদ্ধার ছিন্ন-ভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা না গেলেও পরে জানা যায় নিহতের নাম ছালেহা বেগম। তার বাড়ি উপজেলার কান্দি ইউনিয়নের মনিরামপুর গ্রামে।

আরো পড়ুন  কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার,ঘটনার বর্ণনা দিয়ে যা জানালো র‍্যাব

পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জেনারুল ইসলাম বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা নাগাদ ওই ক্রসিং অতিক্রম করছিল। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।

বোনারপাড়া (জিআরপি) রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন  ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লিখে বাসার গেটে পোস্টার বিএনপির নেতার

সর্বশেষ সংবাদ