27 C
Dhaka
Saturday, September 14, 2024

‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লিখে বাসার গেটে পোস্টার বিএনপির নেতার

বাউফল করেসপনডেন্ট:

পটুয়াখালীর বাউফলে বাসার গেটে ‘ভোট চাহিয়া লজ্জা দিবেন না’ লিফলেট টানিয়া আলোচনায় উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক সামুয়েল আহমেদ লেলিন। উপজেলা বিষয়টা নিয়ে আলোচনা করছে মানুষ।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুকে ওই গেটের ছবি ভাইরাল হয়েছে। এই বিএনপি নেতা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার দল সরকারের পাতানো নির্বাচনের ভোট বর্জন করেছে। কিন্তু এখানে উপজেলা নির্বাচন উপলক্ষে নিয়মিত বাসায় প্রার্থীদের সমর্থকরা ভিড় জমাচ্ছে। তাই আমি এই পন্থা অবলম্বন করেছি। অচীরে এই সরকারের পতন ঘটানোর জন্য বৃহৎ আন্দোলনের ডাক দেয়া হবে বলেও বলেন এই বিএনপি নেতা।

আরো পড়ুন  নেত্রকোণার সেই বাড়িতে কাউকে পাওয়া যায়নি, অস্ত্র-হ্যান্ডকাফ উদ্ধার
সর্বশেষ সংবাদ