28 C
Dhaka
Sunday, June 30, 2024

ঢাবির ক্যান্টিনে ‘খাসির মাংসের নতুন রেসিপি’, ঝোলের সঙ্গে টাকা!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যান্টিনের নিম্নমানের খাবার নিয়ে বিতর্কের মধ্যেই এবার হাজী মুহম্মদ মুহসীন হলে রান্না করা খাসির মাংসের সঙ্গে মিলল ১০ টাকার নোট।

শুক্রবার (২৮ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কাজী শামীম ক্যান্টিনে খাবার খেতে গিয়ে খাসির মাংসের তরকারিতে ১০ টাকার নোটটি পান।

পরে বিষয়টি জানাজানি হলে ক্যান্টিন পরিচালক ওই ছাত্রের কাছে ক্ষমা চেয়েছেন।

আরো পড়ুন  রাতে জবির মসজিদে ঘুমন্ত ছাত্রী, ইমামকে অব্যাহতি

এ বিষয়ে কাজী শামীম সংবাদমাধ্যমকে বলেন, “আজ দুপুরে খেতে গিয়ে খাসির মাংস অর্ডার করি। খাবার পাওয়ার পর হাত দিয়েই দেখি ভেতরে একটি ১০ টাকার নোট। পরে পরিচালককে জিজ্ঞেস করলে তিনি ‘সরি’ বলে খাবার রিপ্লেস করে দেন। এটা যেভাবে ছিল, মনে হয়েছে টাকাসহ রান্না করা হয়েছে।’

মজার ছলে তিনি বলেন, ‘খাসির মাংসের সাথে মসলাস্বরূপ দশ টাকার এ নোট রন্ধনশিল্পে নতুন এক রেসিপি!’

আরো পড়ুন  পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

এ বিষয়ে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবেন বলে জানান কাজী শামীম।

তবে ক্যান্টিন মালিক রিপন হোসেন বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, ‘নামাজের পর অনেক চাপ থাকে। সবাই একসঙ্গে খেতে আসে। ভিড়ের মধ্যে ভুলে তরকারির মধ্যে নোটটি পড়ে গেছে।’

সর্বশেষ সংবাদ