28 C
Dhaka
Tuesday, October 15, 2024

রোহিত-কোহলির পর আরও এক ভারতীয় তারকার অবসর ঘোষণা

রোহিত-কোহলির পর এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবীন্দ্র জাদেজা। রোববার (৩০ জুন) নিজের ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। এর আগে, বিশ্বকাপ জয়ের পর অবসরের ঘোষণা দিয়েছিলেন কোহলি এবং রোহিত শর্মা।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে করা পোস্টে জাদেজা লেখেন, ‘আমি কৃতজ্ঞতার সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিদায় নিচ্ছি। আমি সবসময় দেশের জন্য নিজের সেরাটা দিয়েছি। বাকি ফরম্যাটগুলোতেও তা করে যাব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার, আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ঘটনা। সবার সমর্থন, উৎসাহ সবকিছুর জন্য অনেক ধন্যবাদ।’

আরো পড়ুন  পাকিস্তানকে ধবলধোলাই, যত টাকা বোনাস পেলেন প্রতিজন ক্রিকেটার

জাদেজা দেশের হয়ে ৭৪ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। এর মধ্যে ৪১ ইনিংসে ব্যাট করে ১২৭.১৬ স্ট্রাইক রেটে ৫১৫ রান করেছেন। এ ছাড়া বল হাতে তার শিকার করেছেন ৫৪টি উইকেট।

সর্বশেষ সংবাদ