31 C
Dhaka
Saturday, October 19, 2024

ঢাকায় পূজামণ্ডপে পেট্রোলবোমা সদৃশ বোতল উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে একটি পূজামণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় সেখান থেকে একটি সবুজ রঙের বোতল উদ্ধার করা হয়েছে। বোতলের ভেতরে তরল সদৃশ পদার্থ রয়েছে। ঘটনাস্থল থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির কোতয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান।

আরো পড়ুন  ঢাবির নতুন ভিসি ড. নিয়াজ খান, কে এই অধ্যাপক ?

আটক তিন ছিনতাইকারী হলেন- আকাশ (২৩), মো. হৃদয় (২৩) ও মো. জীবন (১৯)।

ওসি এনামুল হাসান জানান, তাঁতীবাজার পূজা মণ্ডপে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা একটি পেট্রোল সদৃশ্য বোতল নিক্ষেপ করে। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদেরকে থানায় আনা হয়েছে।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, আটক তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশের ফুটেজ দেখে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

আরো পড়ুন  জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আটক তিন ছিনতাইকারীদের হাতে কাচি, ছুরি পাওয়া গেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানিয়েছেন ডিসি মোহাম্মদ জসিম।

সর্বশেষ সংবাদ