24 C
Dhaka
Thursday, November 21, 2024

নিউইয়র্কগামী ফ্লাইটে বোমা আতঙ্ক, জরুরি অবতরণ

এয়ারপোর্ট থেকে যাত্রী নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে উড়াল দেয় বিমান। এরপরই নিরাপত্তাসংক্রান্ত বার্তা আসে। বিমানটিতে বোমা হামলা চালানো হতে পারে। সঙ্গে সঙ্গে দিল্লিতে জরুরি অবতরণ করা হয় ফ্লাইটটি।

সোমবার (১৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানের সব যাত্রী, পালাইট ও ক্রু অক্ষত রয়েছেন । এয়ার ইন্ডিয়ার এআই১১৯ ফ্লাইটটি সকালে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পর নিরাপত্তাসংক্রান্ত নির্দিষ্ট বার্তা আসে।

আরো পড়ুন  প্রতিটি ভোট গণনার অপেক্ষায় থাকবেন কমলা, আজ দেবেন না ভাষণ

সেখানে বলা হয়, এই উড়োজাহাজে বোমা হামলা হতে পারে। এরপর জরুরি ভিত্তিকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। এ দিকে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছে।

এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র বলেছেন, নিরাপত্তাজনিক হুমকি পাওয়ার পর সরকারের নিরাপত্তা নিয়ন্ত্রক কমিটির নির্দেশে ফ্লাইটটি দিল্লিতে অবতরণ করতে বাধ্য হন পাইলট।

আরো পড়ুন  ১৩ বছরের কিশোরীকে বিয়ে করলেন ৭০ বছরের বৃদ্ধ, অতঃপর গ্রেপ্তার

দিল্লি পুলিশ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এ হুমকি দিয়েছে তা খুঁজে বের করা হবে। সম্প্রতি ভারতের বিভিন্ন বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়। তবে যাচাই করে অনেক হুমকির কোনো সত্যতা পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ