অন্তর্বর্তী সরকারকে জনআকাঙ্ক্ষা অনুযায়ী অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির (বিডিপিপি) চেয়ারম্যান মো. আব্দুল কাদের।
শনিবার (১৯ অক্টোবর) সিলেটের জালালাবাদে তাহের কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর শাখার উদ্যোগে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
আব্দুল কাদের বলেন, অনেক রক্তের বিনিময়ে স্বৈরশাসকের পতন ঘটেছে। ১৯৯০ সালে একবার স্বৈরাচার এরশাদের পতন ঘটেছিল আর ২০২৪-এ হাসিনা সরকারের পতন ঘটেছে। নতুন বাংলাদেশে জনগণ আশা করেছিল- নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস হবে, সুশাসন নিশ্চিত হবে, বিচার বিভাগ স্বাধীন হবে, জনগণ ন্যায়বিচার পাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, মব জাস্টিসের নামে শিক্ষকদের লাঞ্চিত করা হচ্ছে, মানুষকে পিটিয়ে মারা হচ্ছে, কল-কারখানা পুড়িয়ে দেওয়া হচ্ছে, আইনশৃঙ্খলার অবস্থা শোচনীয়। ড. ইউনূসের সরকার জনগণের জান-মালের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে, খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণকে সুরক্ষা দিতে না পারলে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে না পারলে আপনাদের মূল যে কাজ সেটা করেন, নির্বাচন দেন। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। জনগণ সব দেখছে, হাসিনা সরকারকে যেভাবে বিদায় করেছে, আপনারা ব্যর্থ হলে আপনাদেরও বিদায় দিতে সময় নিবে না।
বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি সিলেট জেলা শাখার সভাপতি হুমায়ুন রসিদ চৌধুরীর সভাপতিত্বে কর্মিসভায় আরও বক্তব্য দেন দলের মহাসচিব হারুন অর রশিদ, কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম খান রনো, পারভীন নাসের খান ভাসানী, প্রেসিডিয়াম মেম্বার মাহফুজা বেগম, শওকত হোসেন, ভাইস চেয়ারম্যান বজলুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক সৈয়দা রিফাত সুলতানা, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল আফজাল সাদিক।
কর্মিসভায় আরও উপস্থিত ছিলেন দলের সিলেট জেলার সাধারণ সম্পাদক দিনাজুর রহমান মিনহাজ, সিলেট মহানগরের সভাপতি মো. জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মো. বেলাল আহমেদসহ জেলা, মহানগর ও জালালাবাদ উপজেলা কমিটির নেতারা।