19 C
Dhaka
Wednesday, December 11, 2024

১০০ টাকায় দেখা যাবে শান্ত-মার্করামদের লড়াই

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন মিরপুর টেস্টের টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, আর সর্বোচ্চ মূল্য ১০০০ টাকা। আগামী ২০ অক্টোবর থেকে টিকিট বিক্রি শুরু হবে।

পূর্ব গ্যালারির টিকিট পাওয়া যাবে ১০০ টাকায়। উত্তর এবং দক্ষিণ গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ হবে ৫০০ টাকা। সর্বোচ্চ মূল্যের টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের, যার দাম ১০০০ টাকা।

আরো পড়ুন  নোমান-সাজিদের ঘূর্ণিতে ১১ ম্যাচ পর জয় পাকিস্তানের

টিকিট সংগ্রহের জন্য মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশে টিকিট বুথ স্থাপন করা হয়েছে। সকাল ১০টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২১ অক্টোবর।

দুই ম্যাচের এই টেস্ট সিরিজের জন্য ঢাকায় অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা দল। এই ম্যাচ দিয়েই সাকিব আল হাসানের টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা ছিল, তবে নিরাপত্তাজনিত জটিলতার কারণে দেশে ফিরতে না পারায় সাকিব এই টেস্টে অংশ নিচ্ছেন না।

আরো পড়ুন  বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে ‍সুসংবাদ

টিকিটের মূল্যতালিকা:

পূর্ব গ্যালারি: ১০০ টাকা

উত্তর ও দক্ষিণ গ্যালারি: ২০০ টাকা

ক্লাব হাউজ: ৩০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড: ৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০০ টাকা

দর্শকরা ২০ অক্টোবর থেকে টিকিট সংগ্রহ করে মিরপুর টেস্টের উত্তেজনা উপভোগ করতে পারবেন।

সর্বশেষ সংবাদ