19 C
Dhaka
Wednesday, December 18, 2024

দৌলতদিয়ায় ছাত্রদল কর্মী হত্যায় গ্রেপ্তার ২

রাজবাড়ীর দৌলতদিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে ছাত্রদল কর্মী ফারুক সরদার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফজল শেখ (৪০) ও ইউসুফ মন্ডল (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার কর হয়। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন  গৃহবধূর মরদেহ বাবার বাড়িতে পৌঁছে দিতে যান স্বামী-শাশুড়ি, এরপর যা ঘটলো

গ্রেপ্তার হওয়া ফজল শেখ গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া গ্রামের সোনাউল্লাহ শেখের ছেলে ও ইউসুফ মন্ডল একই গ্রামের মোহন মন্ডলের ছেলে।

অন্যদিকে নিহত ফারুক সরদার উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়ার পল্লীচিকিৎসক শহিদ সরদারের ছেলে। তিনি দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন।

এর আগে শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে দৌলতদিয়ায় ছাত্রদল কর্মী ফারুক সরদারকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসাপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত ফারুকের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

আরো পড়ুন  এবার চোর সন্দেহে আটকে গণপিটুনি, যুবকের মৃত্যু

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব বলেন, রাজবাড়ী জেলা ডিবির একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে আসামিদের ধরতে অভিযান চালায়। বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে মামলার এজাহারনামীয় ৪ নং আসামি ফজল শেখ ও একই দিন বিকালে ইউসুফকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার অপর আসামি ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন  দেয়াল ধসে প্রাণ গেল ঘুমন্ত শিশুর

সর্বশেষ সংবাদ