32 C
Dhaka
Tuesday, October 22, 2024

‘ত্যাগের বিনিময়ে পাহাড়ী-বাঙালির মধ্যে আস্থা বাড়াতে হবে’

পার্বত্য অঞ্চল নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, যেকোনো ত্যাগের বিনিময়ে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে। পাহাড়ী-বাঙালির মধ্যে আস্থা বাড়াতে হবে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে পাহাড়ের শান্তি টিকিয়ে রাখতে হবে।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় খাগড়াছড়ির বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সাংগঠনিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন  ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গরু ছিনতাইয়ের মামলা

তিনি বলেন, পাহাড়কে অশান্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে পতিত স্বৈরাচারী শেখ হাসিনার প্রেতাত্মারা। এ জন্য পাহাড়ি-বাঙালি সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে মিলেমিশে থাকতে হবে। পাহাড়কে অশান্ত করার ষড়যন্ত্র মোকাবিলায় সেনাবাহিনী ও পুলিশ সতর্ক আছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সংস্কারের ম্যান্ডেট দেওয়া হয়নি মন্তব্য করে ওয়াদুদ ভূইয়া বলেন, নির্বাচিত সরকারই দেশের ব্যাপক সংস্কারের কাজ করবে। এজন্য দ্রুত জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থার দাবি জানান তিনি।

আরো পড়ুন  থানার ওয়াশ রুমে যেতেই রাসেলস ভাইপারের ছোবল, অতঃপর...

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করারও আহ্বান জানান ওয়াদুদ ভুইয়া।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগাম প্রস্তুতির অংশ হিসেবে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির ক্ষমতার উৎস জনগণ। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি সবসময় রাজনীতি করেছে, ভবিষ্যতেও করবে।

আরো পড়ুন  মোটরসাইকেল আটকানোয় দুই পুলিশ সদস্যকে পেটালেন যুবক

সাংগঠনিক সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, আবু ইউসুফ চৌধুরী, মংসাথোয়াই চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সভায় জেলার নয়টি উপজেলা, তিনটি পৌরসভা ও ৩৮টি ইউনিয়নের সাংগঠনিক নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ