22 C
Dhaka
Wednesday, December 25, 2024

৮০ হাজার বছর পর পৃথিবীর খুব কাছে এলো ধূমকেতুটি

প্রতি ৮০ হাজার বছর পর পর দেখা যায় ধূমকেতুটি। এ-থ্রি বা সুচিনশান-অ্যাটলাস নামের ওই ধূমকেতু পৃথিবীর প্রায় ৪ কোটি ৪৯ লাখ মাইলের মধ্যে এসেছিল। এমন বিরল সুযোগ কাজে লাগিয়ে, সুচিনশান-অ্যাটলাসের ছবি তুলেছেন মহাকাশ ফটোগ্রাফাররা।

ব্লুমবার্গ বলছে, এবার শনিবার (১২ অক্টোবর) রাতে দেখা সেই ধূমকেতুর দেখা মিলল। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও এশিয়াজুড়ে মহাকাশ ফটোগ্রাফাররা এই ধূমকেতুর ছবি তুলতে সক্ষম হয়েছেন। তবে অন্যদের জন্য এখনও সুযোগ রয়েছে ছবি তোলার। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ধূমকেতুটির ছবি তোলা যাবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

আরো পড়ুন  টয়লেটে বসা অবস্থায় ভুলক্রমে অনলাইনে বৈঠকে সাবেক মেয়র (ভিডিও)

২০২৩ সালে দুটি মানমন্দির স্বাধীনভাবে ধূমকেতুটি আবিষ্কার করেছিল। এর মধ্যে একটি মানমন্দির ছিল চীনের সুচিনশান অবজারভেটরি এবং অপরটি দক্ষিণ আফ্রিকার অ্যাটলাস। পরে এই দুটি মানমন্দিরের নামে ধূমকেতুটির নামকরণ করা হয় সুচিনশান-অ্যাটলাস।

সর্বশেষ সংবাদ