25 C
Dhaka
Tuesday, November 12, 2024

গেটের তালা ভেঙে ইডেনের শিক্ষার্থীদের মিছিল

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিলে অংশ দিতে গেটের তালা ভেঙে বের হয়েছেন ইডেন মহিলা কলেজের ছাত্রীরা। তবে বেশ কয়েকজন শিক্ষার্থী ছাত্রলীগ নেত্রীদের হাতে মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

সোমবার (১৫ জুলাই) দুপুর ১টার দিকে কলেজের আবাসিক এলাকা সংলগ্ন ফটকের তালা ভেঙে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। এসময় ঢাকা কলেজের অর্ধশতাধিক আন্দোলনের পক্ষের শিক্ষার্থী গেটের সামনে অবস্থান করেছিলেন।

ইডেনের শিক্ষার্থীদের অভিযোগ, রোববার (১৪ জুলাই) রাত থেকেই কোটা সংস্কার নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচি পালনে বাধা দিয়ে আসছিলেন হল ছাত্রলীগের নেতারা। তবে রাতে ছাত্রলীগের বাধা উপেক্ষা করেই বাইরে আন্দোলনে বের হন তারা। তবে আন্দোলনে যারা গেছেন, তাদের অনেককে মারধর করা হয়েছে।

আরো পড়ুন  অপরিচিত ফোনকল রিসিভ করে শূন্য চাপায় গায়েব ৯ লাখ টাকা!

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, আজও সকাল থেকে প্রতিটি হলের নিচে তালা মেরে শিক্ষার্থীদের বাইরে বের হতে দিচ্ছিলেন না ছাত্রলীগের নেতারা। এ সময় সবাই সম্মিলিতভাবে গেট খুলে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হন। মূল ফটকেও তালা ঝুলিয়ে দেয়া হয়। পরে গেটের তালা ভেঙে তারা বাইরে বেরিয়ে আসেন।

জানা গেছে, ছাত্রলীগের হামলার শিকার শাহিনূর সুমি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ইডেনের কলেজের মার্কেটিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। সুমি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ইডেন শাখার সভাপতি।

আরো পড়ুন  শিক্ষার্থীদের দিকে আগ্নেয়াস্ত্র তাক করা ব্যক্তির পরিচয় মিলেছে

প্রত্যক্ষদর্শী ও ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে ইডেন কলেজের ভেতরে ছাত্রলীগের কর্মীরা মোবাইল দিয়ে সুমির মাথায় আঘাত করেন। এছাড়া উপর্যুপরি মারধর করা হয় তাকে।

পরে সংগঠনের নেতাকর্মীরা তাকে আহত অবস্থায় ঢাবির চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে পরে ঢামেকে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

আরো পড়ুন  অবশেষে মুখ খুললেন মতিউরের স্ত্রী লাকী

চিকিৎসক জানিয়েছেন, সুমি এখনো অচেতন অবস্থায় আছেন। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, অবস্থা গুরুতর নয়। পর্যবেক্ষণের পর প্রকৃত অবস্থা জানা যাবে।

এদিকে কোটা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রত্যাহারের দাবিতে এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সমাবেশে জড়ো হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ১২টা থেকে ১টার দিকে তারা অবস্থান নেয়া শুরু করেন।

সর্বশেষ সংবাদ