সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফতাব আলী কালা মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর পূর্ব দরগাহ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়রা জানান, কালা মিয়া দীর্ঘদিন ধরে কোম্পানীগঞ্জ উপজেলায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে কোম্পানীগঞ্জের পাথর কোয়ারি ও বালুমহালে চাঁদাবাজি ও টেন্ডারবাজি নিয়ন্ত্রণ হত। কালা মিয়ার রয়েছে নিজস্ব সন্ত্রাসী বাহিনী।
এ ছাড়া, গত আগস্টে কোম্পানীগঞ্জের ছাত্র-জনতার ওপর হামলার ঘটনাতেও তার সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছে।
র্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে বলেন, আফতাব আলী কালা মিয়ার বিরুদ্ধে নাশকতা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সিলেটের দক্ষিণ সুরমায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও সহিংস কর্মকাণ্ডে তার জড়িত থাকার অভিযোগ আছে। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।