15 C
Dhaka
Sunday, January 12, 2025

টয়লেটে বসা অবস্থায় ভুলক্রমে অনলাইনে বৈঠকে সাবেক মেয়র (ভিডিও)

ব্রাজিলের রিও ডি জেনেরিওর তিনবারের সাবেক মেয়র সিজার মাইয়া ভুলক্রমে— টয়লেটে বসা অবস্থায় একটি অনলাইন বৈঠকে যুক্ত হয়ে গিয়েছিলেন। গত বুধবার এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানিয়েছে, ওইদিন জুমে কাউন্সিল মেম্বারদের একটি বৈঠক চলছিল। তখন ভুল করে সেই জুম বৈঠকে তিনি লগইন করে যুক্ত হয়ে যান। তবে সঙ্গে সঙ্গে নিজের ভুলটি বুঝতে পারেন তিনি।

আরো পড়ুন  রাখঢাক ছাড়াই আফগানিস্তানে হামলা চালানোর হুমকি পাকিস্তানের

কিন্তু এর আগেই বৈঠকে যুক্ত হওয়া অন্যান্যরা দেখতে পান সাবেক এই মেয়র টয়লেটে বসে আছেন। এরপর তিনি তাড়াহুড়া করে মোবাইলের ক্যামেরাটি নিজের মুখের দিকে নিয়ে যান।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ওই অনলাইন বৈঠকটি সঞ্চালনা করছিলেন পাবলো মেল্লো। তিনিও ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান। এরপর তিনি সাবেক মেয়রকে তার ক্যামেরা বন্ধ করে দিতে বলেন।

আরো পড়ুন  ২৭০ ‘ম্যাজিক’ সংখ্যা থেকে কতটুকু দূরে ট্রাম্প-কমলা?

এদিকে রিও ডি জেনেরিওর মারিন্তে দা রাচিনহাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিতে এই অনলাইন বৈঠকটি আয়োজন করা হয়।

এই ঘটনায় পরবর্তীতে সাবেক মেয়রের অফিস থেকে একটি বিবৃতিতে দেওয়া হয়। এতে বলা হয় ৭৮ বছর বয়সী সিজার মাইয়া অস্বস্তি অনুভব করছিলেন এবং ক্যামেরার মাধ্যমে এটি প্রতিফলিত হয়েছে।

সর্বশেষ সংবাদ