লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ওপর ইসরায়েলি হামলার ঘটনায় সংস্থাটির ব্যর্থতার নিন্দা করেছেন এরদোয়ান। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এরদোয়ানের এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের যে ভাবমূর্তি তার নিজস্ব কর্মীদেরও রক্ষা করতে পারে না, সেটি আন্তর্জাতিক ব্যবস্থার জন্য লজ্জা ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন এরদোয়ান। এ সময় বিশ্বসংস্থাটিকে তেলআবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছে তিনি।
তুর্কি প্রেসিডেন্ট জানান, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে থামানোর জন্য অপেক্ষা করায় তুরস্ক অবাক হচ্ছে। নেতানিয়াহুর আগ্রাসী মনোভাবের কারণে এই অঞ্চল ইসরায়েলের আগুন জ্বলেছে।
এরদোয়ান বলেন, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণ আবারও প্রমাণ করেছে তুরস্কের উদ্বেগ কতটা যৌক্তিক। এ সময় ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে তেলআবিবকে সতর্ক করেছেন এরদোয়ান। তুর্কি প্রেসিডেন্ট জানান, লেবাননে শান্তিরক্ষী বাহিনীর ওপর ইসরায়েলি সেনাদের আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনা ইসরায়েলি সরকারের বর্বরতা প্রমাণের জন্য যথেষ্ট।