রাজধানীর ভাষানটেক থানায় বিনামূল্যে ১৫০ জনকে সাদাছড়ি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ভাষানটেক থানায় বিনামূল্যে সাদাছড়ি উপহার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।
তিনি আরও বলেন, জনগণ দেশ পরিচালনার দায়িত্ব জামায়াতের হাতে অর্পণ করলে সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং দৃষ্টিহীন পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।
এ ছাড়া তিনি বলেন, জামায়াত সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ২০০১ সালের জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী রাজনীতির আইডল শহীদ আলী আহসান মো. মুজাহিদ (রহ.)। তিনি মন্ত্রণালয়ের জন্য অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিগত ১৫ বছরে ফ্যাসিবাদের কবলে দেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়কে তারা লুটেপুটে খেয়েছে।
মহানগরীর আমির বলেন, এ দেশের জনগণ যদি তাদের পরিচালনার চাবিকাঠি আমাদের হাতে অর্পণ করেন, তাহলে উন্নত বিশ্বের চাইতেও বাংলাদেশে বেশি কর্মসংস্থান, চিকিৎসা, বাসস্থানসহ বিশেষ ক্ষমতাসম্পন্ন সবার জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করব ইনশাআল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দীন মানিক বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের দৃষ্টিপ্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করতে চাই না। আপনারা সবাই বিশেষ ক্ষমতাসম্পন্ন ভাই-বোন। আপনাদের জন্য কিছু করতে পারলে আমরা নিজেদের ধন্য মনে করি। আপনাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকব, ইনশাআল্লাহ।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিশে শূরা সদস্য ও ভাষানটেক থানা আমির ডা. মো. আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সমাজকল্যাণ বিভাগের সভাপতি মো. ইকবাল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- হিলফুল ফুজুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি অন্ধ হাফেজ নাজমুল হাসান, যুব বিভাগের সভাপতি আবুল কাশেম মজুমদার, মাওলানা মাহতাব হোসাইন, ফারুক হোসেন, সাইদ মিয়া, মাহবুব আলম সোহেল, সিরাজুল ইসলাম, মুনির হোসেন, ইয়াসিন প্রমুখ।