20.7 C
Dhaka
Friday, November 22, 2024

আমরা সৎ থাকলে দুর্নীতি হওয়ার সুযোগ নেই : কাদের

দুর্নীতি এখন বেপরোয়া গতিতে বিস্তার লাভ করছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা (মন্ত্রী, সচিব ও কর্মকর্তারা) সৎ থাকলে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ থাকবে না।

তিনি বলেন, দুর্নীতির জন্য যে মূল্য দিতে হয় তা আমাদের জন্য সত্যিই দুঃখজনক। দেশের অর্থনৈতিক সম্পদ মাথায় রেখে সমস্ত প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিতে হবে।

আরো পড়ুন  যারা একবেলা ভাত খেতে পারতো না, তারা এখন চারবেলা খায়: প্রধানমন্ত্রী

রোববার (৭ জুলাই) সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, শ্রীলংকার দৃষ্টান্তের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক থাকতে হবে। ভালো কাজের যেমন পুরস্কার, সেভাবে খারাপ কাজের জন্য নিন্দা ও শাস্তির ব্যবস্থা থাকা দরকার।

তিনি বলেন, বিভিন্ন স্থানে অনেক অপকর্ম হয়। সর্ষের মধ্যে দালালদের মতো ভূত রয়েছে। জনস্বার্থে কোনো প্রকল্প দরকার সেটি বাস্তবায়ন করতে হবে। সেই বিষয়টাকে সর্বপ্রথম বিবেচনায় নিতে হবে।

আরো পড়ুন  মুক্তিযুদ্ধের অর্জন ধরে রাখতে পারেনি আওয়ামী লীগ

কাদের বলেন, কোনো পলিটিক্যাল তদবিরে কাউকে বদলি করা যাবে না। আগে বিআরটিএতে অনেক লেনদেন হতো। যার বিনিময়ে কর্মকর্তাদের বদলির কাজ চলতো। যা আজ অনেকাংশে বন্ধ।

সর্বশেষ সংবাদ