17 C
Dhaka
Saturday, January 11, 2025

আশুলিয়ায় বাসাবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি | কালবেলা

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ কয়েক লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটসহ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ অক্টোবর) ভোর রাতে উপজেলার দুর্গাপুর এলাকায় সেনাবাহিনীর (অব.) সার্জেন্টেস জহিরুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পরিবারটি জানায়, ভোরের দিকে অন্তত ১৫ জনের সশস্ত্র ডাকাতদল এক তলা বাড়ির পেছনের পেঁপে গাছ বেয়ে ছাদে ওঠে। এরপর ছাদের কলাপসিবল গেটের তালা ভেঙে বাড়িটিতে ঢুকে পড়ে। বাড়িতে থাকা পরিবারের পাঁচজন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও ড্রয়ার ভেঙে ৩৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ আড়াই লাখ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

আরো পড়ুন  গভীর রাতে কারাগারের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ আসামির পলায়ন

এদিকে এ ঘটনার খবর পেয়ে সকালের দিকে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখনও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার ও এর সঙ্গে জড়িত সন্দেহে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরো পড়ুন  কালীগঞ্জে শিক্ষককে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

সর্বশেষ সংবাদ