20.7 C
Dhaka
Friday, November 22, 2024

নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, কালবেলা পত্রিকা সুনামের সঙ্গে এগিয়ে চলেছে। পত্রিকাটির সাংবাদিকসহ সবার শুভ কামনা করছি।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, অনেক সাহসিক সাংবাদিককে ৫৭ ধারা মোকাবেলা করতে হয়েছে। কিন্তু এখন আপনারা নির্ভয়ে সত্য লিখতে পারবেন। কারণ এখন আর স্বৈরাচার সরকার নেই। মামলা ও জেলে যাওয়ার ভয় নেই।

আরো পড়ুন  বিজিবির কয়েক ঘণ্টার চেষ্টায় নিভল থানচির আগুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আমিন মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেন, জুলুমবাজ ও সন্ত্রাসীদের মুখোশ উন্মোচন করে সমাজের ভাইরাস দূর করবে এটাই আমাদের প্রত্যাশা। আর যাতে কোনো স্বৈরাচারের জন্ম এই দেশে হতে না পারে সেদিকে সাংবাদিক বন্ধুদের খেয়াল রাখতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিগত স্বৈরাচার সরকারের সময়ে যারা এমপি-মন্ত্রী ছিলেন তারা দুর্নীতির পাহাড় গড়েছেন। তাদের দুর্নীতি ও লুটপাটের ফিরিস্তি তুলে ধরার আহ্বান জানাবো।

আরো পড়ুন  হত্যা মামলার প্রধান আসামি মমতাজ প্রামানিক গ্রেপ্তার

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ, মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি আরিফ হোসেন কনক, সোনারগাঁ প্রতিনিধি মো. রুবেল মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা প্রতিনিধি কাইয়ুম হোসেন, দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম আহমেদ ডালিম, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, যুগান্তর পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শিপলু, সময়ের আলো পত্রিকার প্রতিনিধি অনু আহমেদ, দেশ রূপন্তর পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সোহেল হোসেনসহ প্রমুখ।

আরো পড়ুন  তিস্তার সংস্কারের নামে কাটা হচ্ছে ৪ লাখ গাছ!

আলোচনা সভা শেষে কেক কেটে ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

সর্বশেষ সংবাদ