নানা আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে কোরআন খতম, কেক কেটে, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা শহরের জয়েনউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন বাংলাদেশ সাফল্যের ২ বছর এগিয়ে রাখে কালবেলা’ এই স্লোগানকে সামনে রেখে কালবেলার নবযাত্রার দ্বিতীয় বছর উদযাপিত হয়েছে।
দৈনিক কালবেলা রাজবাড়ী জেলা প্রতিনিধি শেখ মমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা হেলাল মাহমুদ, জেলা প্রেস ক্লাবের কার্যকরী সদস্য শফিকুল ইসলাম শামীম, খোলা কাগজের প্রতিনিধি সিরাজুল ইসলাম, কালবেলা গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি মো. রাকিবুজ্জামান রাকিব, পাংশা উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেন, কালুখালী উপজেলা প্রতিনিধি মো. হামজা শেখ, বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি রিয়াদ মাহমুদ রুবেল, গণজাগরণ রাজবাড়ী প্রতিনিধি ফয়সাল মোল্লা, গণকণ্ঠের প্রতিনিধি জয়নাল আবেদিনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সাংবাদিক নেতা হেলাল মাহমুদ বলেন, আমরা কালবেলা পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এর সফলতা কামনা করছি। পত্রিকাটি তার আপন গতিতে কালবেলা এগিয়ে যাচ্ছে। কালবেলা তৃণমূলের সংবাদগুলো সবার আগে প্রকাশ করে থাকে।
জেলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য শফিকুল ইসলাম শামীম বলেন, নতুন প্রজম্মের কাছে বিশ্বস্তের অপর নাম কালবেলা। পত্রিকার মাঝেই দেশের লুকিয়ে থাকা অনেক সত্য বেড়িয়ে আসছে। কালবেলা পত্রিকার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সফলতা ও শুভ কামনা করি। পত্রিকাটি নতুন প্রজম্মের প্রত্যাশা পূরণের ধারাবাহিকতা চলমান রাখবে।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করেন জয়েনউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো. জহিরুল ইসলাম। এ সময় দোয়া ও মোনাজাতে কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরে এতিম শিশুদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও এতিম শিশু ও আগত অতিথিদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করা হয়। এ ছাড়া এতিমখানার শিশুরা কালবেলার সফলতার জন্য কোরআন খতম করেন।