17 C
Dhaka
Sunday, January 19, 2025

মতিয়া চৌধুরীর মৃত্যুতে ‘খেলাঘর’র শোক

সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. মাখদুমা নারগিস রত্না ও সাধারণ সম্পাদক প্রণয় সাহা।

বুধবার (১৬ অক্টোবর) রাতে এক শোকবার্তায় তারা এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় খেলাঘরের নেতৃদ্বয় বলেন, মতিয়া চৌধুরী ছিলেন কেন্দ্রীয় খেলাঘর আসরের সাবেক চেয়ারম্যান বজলুর রহমানের সহধর্মিণী। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সক্রিয় সংগঠক ও অগ্নিকন্যা খ্যাত সাহসী নেত্রী। তার প্রয়াণে খেলাঘর পরিবারের সকল ভাই-বোন ও সংগঠক শোকাহত। আমরা প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

আরো পড়ুন  মাওলানা সাদকে আসতে দিলে এই সরকারের পতন হবে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি… রাজিউন)। ৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন।

সর্বশেষ সংবাদ