পটুয়াখালী জেলার সব প্রতিনিধির সমন্বয়ে পর্যটন অঞ্চল কুয়াকাটায় কালবেলা পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় কুয়াকাটা প্রেস ক্লাবের হল রুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
অনুষ্ঠানে কুয়াকাটা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আলহাজ কুদ্দুস মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইন্সপেক্টর মোহাম্মদ শাহ জালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হোসাইন আমির, মুসল্লিয়াবাদ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. আলমগীর হোসাইন, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসাইন আনু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রতিনিধি মো. ইসরাত হোসেন লিটন, মির্জাগঞ্জ প্রতিনিধি ইলিয়াস হোসেন, দুমকি প্রতিনিধি রাজিবুল ইসলমা, বাউফল প্রতিনিধি মসিউর রহমান মিলন, দশমিনা প্রতিনিধি জহিরুল ইসলাম, রাঙ্গাবালী প্রতিনিধি মো. মাসুম বিল্লাহ ও কলাপাড়া প্রতিনিধি মো. সাইদুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, সময়ের কন্ঠস্বর কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো. জুয়েল রানা, গ্লোবাল টেলিভিশন কলাপাড়া উপজেলা প্রতিনিধি আকাশ, বাংলাদেশ সমাচারের কলাপাড়া উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান, বাংলাদেশ সমাচার পটুয়াখালী জেলার বিশেষ প্রতিনিধি মো. সবুজ সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কালবেলা পত্রিকা আপামর মানুষের হৃদয় জয় করেছে। বস্তুনিষ্ঠুতার পরিচয় দিয়ে দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এ সময় তারা কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালবেলা পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি মো. সাইদুর রহমান। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।