নানা আয়োজনে ঝিনাইদহে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালি শেষে কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক কালবেলার ঝিনাইদহ ব্যুরো প্রধান মাহমুদ হাসান টিপুর সভাপতিত্বে ঝিনাইদহ ব্যুরো অফিস সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইমরান জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাবেক সভাপতি এম রায়হান, সাইফুল মাবুদ, আমেনা খাতুন ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আব্দুস সালামসহ অন্যান্য অতিথিরা।
এ ছাড়াও জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সহসম্পাদক এম রবিউল ইসলাম রবি, সিনিয়র সাংবাদিক আব্দুল হাই, জাফর উদ্দিন রাজু, এইচ এম ইমরান, শেখ ইমন, কালবেলার মহেশপুর প্রতিনিধি শামীম খান জনি, কালীগঞ্জ প্রতিনিধি ওসমান গনি জুয়েল, হরিনাকুণ্ডু প্রতিনিধি সবুজ শাহরিয়ারসহ জেলা ও উপজেলা থেকে আগত আমন্ত্রিত বিভিন্ন সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার মেহেদী হাসান সবুজ।
এর আগে ঝিনাইদহ মডার্ন মোড়ে অবস্থিত দৈনিক কালবেলার ব্যুরো অফিস থেকে একটি র্যালি বের করা হয়। পরে ব্যুরো অফিস মিলনায়তনে কেক কাটার পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক কালবেলা গত ২ বছরে সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মন জয় করতে সক্ষম হয়েছে। এ ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মে তাৎক্ষণিকভাবে গুরুত্বপূর্ণ সচিত্র সংবাদ পরিবেশন করে মিডিয়া অঙ্গনে র্শীষে অবস্থান করছে। নির্ভীক ও বস্তুনিষ্ঠ যুগোপযোগী সংবাদ পরিবেশনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তাদের এই অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এই ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে দৈনিক কালবেলা আরও একধাপ অগ্রসর হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।