29 C
Dhaka
Friday, June 28, 2024

মেট্রোরেলে শারীরিক নির্যাতনের শিকার কিশোর

নির্ঝঞ্ঝাট আর নিরাপদ যাত্রার অন্যতম বাহন হলো মেট্রোরেল। দিনে দিনে যানজটকে পেছনে ফেলে যাত্রীদের আনন্দদায়ক যাত্রার অন্যতম ভরসাকেন্দ্র হয়ে উঠছে এ যানটি। তবে এ মেট্রোরেলে এবার ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এক কিশোর। রোববার (০৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেট্রোরেলে উঠে শারীরিক নির্যাতন ও নিগ্রহের শিকার হয়েছেন ১৬ বছরের এক কিশোর। সিটি পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনাটি ঘটেছে দিল্লি মেট্রোতে।

আরো পড়ুন  সৌদিতে প্রথমবারের মতো হলো নারীদের সুইমশ্যুট ফ্যাশন শো

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভুক্তভোগী জানায়, শুক্রবার রাতে রাজিব চক মেট্রো স্টেশনে এ ঘটনা ঘটেছে। ধারাবাহিক পোস্টে কিশোর জানায়, রাজীব চক স্টেশনে এখন দিল্লি মেট্রোতে আমাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি একটি ১৬ বছর বয়সী ছেলে এবং আমি একা মেট্রোতে ভ্রমণ করছিলাম। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টার দিকে রাজিক চক স্টেশন থেকে সময়পুর বদলির দিকে যাওয়ার সময় এমন ঘটনা ঘটে বলে জানায় সে।

আরো পড়ুন  ভারতে কমছে হিন্দুদের সংখ্যা, বেড়েছে মুসলিম : রিপোর্ট

এক পোস্টে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনাও দিয়েছে ওই কিশোর। সে জানিয়েছে, আমি ট্রেনে ঢোকার সঙ্গে সঙ্গে আমার পেছনে কিছু একটা অনুভব করি। এরপর এটি আমি সরিয়ে দেয়। আমি ভেবেছিলাম যে এটা কারো ব্যাগ হবে অথবা ভুল করে কেউ স্পর্শ করেছে। কিন্তু আমার এ ধারণা ভুল ছিল…আমি তখন আতঙ্কিত হয়ে পড়েছিলাম।

আরো পড়ুন  নাইজেরিয়া নামাজের সময় মসজিদে আগুন, ১১ জনের মৃত্যু

দিল্লি পুলিশ জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং ওই কিশোরকে খুঁজে বের করার চেষ্টা করছে।

সর্বশেষ সংবাদ