26 C
Dhaka
Friday, October 18, 2024

কালবেলায় সংবাদ প্রকাশ, নতুন ঘর পেলেন বৃদ্ধা জোবেদা

সিরাজগঞ্জের তাড়াশে ‘দুই প্রতিবন্ধীকে নিয়ে মানবেতর জীবনযাপন’ কাটানো সেই বৃদ্ধা জোবেদাকে একটি ঘর নির্মাণ করে দিলেন সমাজকর্মী মামুন বিশ্বাস।

গত ১৯ সেপ্টেম্বর ‘দুই প্রতিবন্ধীকে নিয়ে বৃদ্ধা জোবেদার মানবেতর জীবনযাপন’ শিরোনামে কালবেলা অনলাইন ও ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সিরাজগঞ্জের মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাসের নজরে এলে তিনি ওই পরিবারকে সাহায্যের জন্য একটি ফেসবুক পোস্ট করেন। অল্প সময়ের মধ্যেই টাকার ব্যবস্থা হলে তিনি একটি ঘর নির্মাণ করে দেন।

আরো পড়ুন  খুতবায় আ.লীগের জুলুম-নির্যাতন নিয়ে বয়ান, চাকরি গেল ইমামের

বৃদ্ধা জোবেদা খাতুন বলেন, সংবাদ প্রকাশের পর মামুন বিশ্বাস আমার ঘরটি দেখে যায়। তার দুদিন পর থেকেই টিন, সিমেন্টের খুঁটি, কাঠ ও রঙিন টিন নিয়ে এসে ঘরের নির্মাণ কাজ শুরু করে। ঘরের মধ্যেই একটি বাথরুম ও নলকূপের ব্যবস্থাও করে দিয়েছে। এসব পেয়ে আমি অনেক খুশি। এখন আর বৃষ্টি হলে আমার ঘরে পানি ঢুকবে না। শীত কিংবা বর্ষাতে আর কষ্ট করতে হবে না। কখনো ভাবিনি আমার দুই পাগলদের থাকার জন্য নতুন ঘর হবে। এত তাড়াতাড়ি ঘর পেয়ে তিনি সহযোগীদের জন্য দোয়া করেন।

আরো পড়ুন  সমুদ্র সৈকতে লাখো চোখের পানিতে প্রতিমা বিসর্জন

এ প্রসঙ্গে সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, বেশ কয়েক দিন আগে গণমাধ্যমে বৃদ্ধ জোবেদা তার প্রতিবন্ধী নাতি ও মেয়েকে নিয়ে খুবই অসহায় জীবন-যাপন করছিল জরাজীর্ণ একটি ঘরে। সেই সংবাদটি দেখার পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ভোগোলমান গ্রামে আসি। তার অবস্থা দেখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটা পোস্ট করলে ১ লাখ ৪৭ হাজার টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে মূলত এই রঙিন টিনের সেমিপাকা ঘর, বাথরুম ও একটি নলকূপ করে দেওয়া হয়েছে।

আরো পড়ুন  বৃদ্ধা মাকে বেধড়ক পেটাল ছেলে ও তার বউ

সর্বশেষ সংবাদ