22 C
Dhaka
Monday, December 9, 2024

ডেঙ্গু প্রতিরোধে মিরপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানুষের বাড়িতে, ফুটপাতে, দোকানে দোকানে এবং পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর মিরপুর-১ নম্বর গোল চত্বর সংলগ্ন মুক্তি প্লাজা থেকে এই কার্যক্রম শুরু হয়ে কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা মার্কেট, মিরপুর নিউমার্কেট, ঈদগাঁ মাঠ হয়ে সনি সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন  ভারতীয় হাইকমিশনের সঙ্গে বৈঠক শেষে যা বললেন ফখরুল

গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক যুগ্ম- আহ্বায়ক আকরাম আহমেদ।

তিনি বলেন, শুধু হাটবাজার, দোকানপাট, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করলেই হবে না; ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় দেশের প্রতিটি অঞ্চলের মানুষের বাসায় বাসায় গিয়ে ডেঙ্গু জ্বরে করণীয় ও প্রতিরোধের উপায় কী? তা মানুষের মাঝে তুলে ধরতে হবে। তবেই আমরা এই লিফলেট বিতরণের সুফল পাবো।

আরো পড়ুন  ১০ জেলায় ওলামা দলের কমিটি বিলুপ্ত 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল নেতা জিএম আল মামুন, মিরপুর থানা ছাত্রদল নেতা আসাদুজ্জামান রাব্বি, ওয়াসিম আকরাম, সাকিব, দারুসসালাম থানা ছাত্রদল নেতা মোঃ ওমর নাঈম, শফিকুল ইসলাম রাব্বি, রিমন হোসেন, পল্লবী থানা ছাত্রদল নেতা মাহফুজ আল রাফি, মঞ্জুরুল ইসলাম সাজ্জাদ, মিরপুর কলেজ ছাত্রদল নেতা রাকিবুল হাসান, এস এম সায়েম, মোঃ ফয়সাল, মোহাম্মদপুর থানা ছাত্রদল নেতা সাকিবুল হোসেন বাবু, মোঃ পারভেজ খান, মোঃ ফরহাদ, তামিম, বাপ্পি, নজরুল, রায়হান, কাওসার, আদাবর থানা ছাত্রদল নেতা সুমনসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আরো পড়ুন  সংস্কারের নামে বছরের পর বছর চাকুরী জনগণ মানবে না : ডা.তাহের

সর্বশেষ সংবাদ