22 C
Dhaka
Saturday, November 30, 2024

যে মন্ত্রতে অবশেষে জয় পেল ম্যানইউ, জানালেন টেন হাগ

এককালে শুধু ইংলিশ প্রিমিয়ার লিগ নয় পুরো ফুটবল বিশ্বের অন্যতম সেরা ক্লাবের একটি ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এক যুগ ধরে পারফরম্যান্সের অবনতি প্রায় তলানিতে নিয়ে গেছে এককালের প্রতাপশালী ক্লাবটিকে। আর চলতি মৌসুমে যেন আগের সবকিছুকেই ছাড়িয়ে গেছে রেড ডেভিলসদের পারফরম্যান্স। নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে শুরুর পর অবশ্য অবশেষে প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরেছে ব্রনো-রাশফোর্ডরা। আর এবার ম্যানইউ ম্যানেজার জানালেন কোন মন্ত্রে এই জয় এসেছে।

আরো পড়ুন  বার্সেলোনার বিরুদ্ধে মামলা করলেন আগুয়েরো

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হাগ ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর প্রকাশ করেছেন যে তাদের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফরম্যান্সের মূল উৎস ছিল ‘অন্যায়’ অনুভূতি। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রেন্টফোর্ডের বিতর্কিত গোল দলকে মানসিকভাবে উদ্দীপ্ত করে।

ব্রেন্টফোর্ড প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইথান পিনকের হেড থেকে প্রথম গোল করে। ইউনাইটেডের ডিফেন্ডার ম্যাথিজ ডি লিগট তখন মাথায় আঘাত পেয়ে চিকিৎসা নেয়ার জন্য মাঠের বাইরে ছিলেন, যা নিয়ে ইউনাইটেডের খেলোয়াড় ও কোচ অসন্তুষ্ট ছিলেন।

আরো পড়ুন  ম্যানসিটি ছেড়ে ইংল্যান্ডের কোচ হচ্ছেন গার্দিওলা!

বিরতির পর ইউনাইটেড আরও আক্রমণাত্মক হয়ে খেলে এবং দ্বিতীয়ার্ধে আলেহান্দ্রো গার্নাচো এবং রাসমুস হোয়লুন্দের গোলের মাধ্যমে ২-১ ব্যবধানে জয় পায়।

ম্যাচ শেষে টেন হাগ বলেন, ‘আমরা প্রথমার্ধে কিছুটা অন্যায় অনুভব করেছিলাম। এই অনুভূতিটাকে দ্বিতীয়ার্ধে শক্তি হিসেবে কাজে লাগিয়েছি এবং গতি বাড়িয়েছি।’

এছাড়াও, তিনি ডি লিগটকে মাঠ থেকে বের করে দেয়া নিয়ে হতাশা প্রকাশ করেন, বলেন, ‘ওর মাথায় শুষ্ক রক্ত ছিল, কিন্তু তাকে মাঠ ছাড়তে বাধ্য করা হয়েছিল। এই সময় ব্রেন্টফোর্ড তাদের কর্ণারের সুযোগ নিয়ে গোল করে।’

আরো পড়ুন  মেসি কি পারবে মায়ামিকে এমএলএস কাপ জেতাতে?

এই জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের ১১তম স্থানে উঠেছে, যা তাদের মৌসুমের একটি গুরুত্বপূর্ণ ঘুরে দাঁড়ানো হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয় টেন হাগের শিষ্যরা এটিকে কাজে লাগাতে পারে কি না?

সর্বশেষ সংবাদ