19 C
Dhaka
Thursday, December 5, 2024

আল হিলালের স্কোয়াডে ফিরলেন নেইমার

দীর্ঘ এক বছরের ইনজুরির পর ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার আবারও আল-হিলাল স্কোয়াডে ফিরছেন। এসিএল (অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট) ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর আগামী ২১ অক্টোবর তিনি আবারও মাঠে নামার ঘোষণা দিয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) আল-হিলাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে এই ঘোষণা দেয়, যেখানে নেইমার নিজেই জানান, ‘আমি জানি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমিও তাই। ২১ অক্টোবর আমি ফিরে আসছি।’

আল-হিলাল সোমবার (২১ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের আল-আইনের বিপক্ষে লড়াই করবে, যেখানে নেইমার মাঠে নামতে পারেন।

আরো পড়ুন  হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ হয়ে যা বললেন ভারতীয় সাংবাদিক

নেইমারের মার্কেটিং কোম্পানি এনআর স্পোর্টস এক বিবৃতিতে জানায়, ব্রাজিলিয়ান তারকার ফুটবলের প্রতি ভালোবাসা এবং ২০২৬ বিশ্বকাপে খেলার আকাঙ্ক্ষা তাকে মাঠে ফিরতে অনুপ্রাণিত করেছে। তারা আরও জানায়, ‘যদিও তার ফেরার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবুও সোমবার তার খেলার সম্ভাবনা রয়েছে।’

২০২৩ সালের আগস্টে নেইমার আল-হিলালে যোগ দেন এবং মাত্র পাঁচটি ম্যাচ খেলার পর অক্টোবর মাসে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন তার হাঁটুর মেনিসকাস ও এসিএল ইনজুরি ঘটে, যা তাকে সার্জারির মাধ্যমে পুনরুদ্ধার করতে বাধ্য করে। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর তিনি জুলাইয়ে অনুশীলনে ফিরে আসেন।

আরো পড়ুন  ওস্তাদ ফজলু একাডেমি সরব | কালবেলা

নেইমার এক আবেগপূর্ণ ভিডিও বার্তায় বলেন, ‘প্রতিবার আমি ইনজুরিতে পড়ি, আমি ফিরে আসি। তবে আমি কখনোই অর্ধেক ফিরে আসি না।’

নেইমারের ক্লাব কোচ জর্জ জেসুস তাকে নিয়ে প্রত্যাশা কিছুটা কমিয়ে রাখলেও, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার খেলার সম্ভাবনা রয়েছে, কারণ এ টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড়ের সীমাবদ্ধতা নেই। তবে সৌদি প্রো লিগে তার ফেরা আগামী জানুয়ারির আগে সম্ভব হবে না।

আরো পড়ুন  চূড়ান্ত হলো আর্জেন্টিনার সেমিফাইনালের প্রতিপক্ষ

নেইমার যদি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেন, তবে তিনি নভেম্বরে ব্রাজিলের জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলিতে অংশ নিতে পারেন।

সর্বশেষ সংবাদ