17 C
Dhaka
Tuesday, December 10, 2024

জাজিরায় কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শরীয়তপুরের জাজিরায় দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

কালবেলার জেলা প্রতিনিধি মিরাজ শিকদারের সভাপতিত্বে ও জাজিরা উপজেলা প্রতিনিধি মো. আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা।

আরো পড়ুন  এমন নির্বাচন উপহার দেব, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে: ইসি

ইউএনও সাদিয়া ইসলাম লুনা বলেন, দৈনিক কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য ইতোমধ্যে সবার নজরে এসেছে। যেকোনো অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে খুব অল্প সময়ের মধ্যে পত্রিকাটি গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এসব সম্ভব হয়েছে দক্ষ ব্যবস্থাপনা ও সংবাদকর্মীর কারণে। যেকোনো ঘটনা সবার আগে দেওয়ার চেষ্টা করে কালবেলা। কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করি।

আরো পড়ুন  ঢাকায় ফিরে শাহীনের ফ্ল্যাটে শিলাস্তির পার্টি

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সুলাইমান, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, জাজিরা উপজেলার প্রকৌশলী ইমন মোল্লা, জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হক, উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, জামায়াত ইসলামীর শরীয়তপুর জেলার কর্ম পরিষদের সদস্য মাসুম বিল্লাহ।

আরও উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. পলাশ খান, সাধারণ সম্পাদক শাওন বেপারী, বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, খবরপত্রের সাগর মিয়া, আমার সংবাদের হিমেল, বাংলাদেশ সমাচারের রিয়াদ, ঢাকা টাইমসের জাজিরা প্রতিনিধি জিহাদ কাজী, দৈনিক অধিকরণের রতন আলী মোড়ল, দৈনিক আমাদের মাতৃভূমির শাকিল আহমেদ প্রমুখ।

আরো পড়ুন  ভারত সীমান্তে আ.লীগের সরকার গঠনের গুঞ্জনে বিক্ষোভ

সর্বশেষ সংবাদ