17 C
Dhaka
Tuesday, December 10, 2024

রাজবাড়ীতে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে চার জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৬০ কেজি ইলিশ মাছ জব্দ ও ১০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর সদর উপজেলার অংশে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

আরো পড়ুন  ‘শেখ হাসিনা ঘরে ঘরে চাকরি দেবে বলে মাদক দিয়েছে’

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরডিসি মো. খায়রুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে রাজবাড়ী সদরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। এ ছাড়া জব্দ করা ৬০ কেজি ইলিশ এতিমখানায় দান করা হয়েছে।

আরো পড়ুন  ৩১ জানুয়ারি পর্যন্ত কর্মী নেবে মালয়েশিয়া, খরচ ৭৯ হাজার

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মো. লতিফুর রহমান, রাজবাড়ী সদর মৎস্য সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল, জেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য অফিসার (ইলিশ) বনি আমিন পিয়াসসহ মৎস্য অধিদপ্তরের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট টিমকে সহায়তা করেন রাজবাড়ী জেলা পুলিশের একটি টিম।

সর্বশেষ সংবাদ