30 C
Dhaka
Tuesday, November 5, 2024

‘মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কাজ শেষ হবে ২০২৯ সালে’

২০২৯ সালের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের ১ম ফেইজের কাজ শেষ হবে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা জানান।

পরে সকাল ১১টায় কোলপাওয়ারের প্রশাসনিক সম্মেলনকক্ষে জাইকার প্রতিনিধি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সড়ক ও সওজসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের সঙ্গে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন  ডিআইজি পদ পেতে তদবির-দৌড়ঝাঁপ পুলিশের বড় পদে পদোন্নতি আসছে

এ ছাড়া আলোচনাসভায় মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের উন্নয়নকাজ ও পরিকল্পনা সম্পর্কে ভিডিও প্রজেক্টের মাধ্যমে প্রতিবেদন দেখে যথাসময়ে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি অবগত করেন। পরে নৌবাহিনীর বোটের মাধ্যমে তাপ বিদ্যুৎ প্রকল্প, এসপিএম প্রকল্প, মাতারবাড়ী চ্যানেল ও ব্রেক ওয়াটার প্রকল্প পরিদর্শন করে বিকেল ৪টায় কক্সবাজারে একটা বিফিং দেবেন বলে জানান।

আরো পড়ুন  ‘পারকি সৈকতকে আকর্ষণীয় করতে মাস্টারপ্লান নেওয়া হবে’

সর্বশেষ সংবাদ