22 C
Dhaka
Tuesday, December 3, 2024

জবিতে খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঘোষণা ফলক পুনঃস্থাপন করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী দিবসে ঘোষণা ফলকটি উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

এর আগে ফ্যাসিস্ট হাসিনার সরকারের সময় খালেদা জিয়ার ঘোষণা ফলক ভেঙে ফেলে শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা।

উপাচার্য বলেন, জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপ দান যার হাত ধরে তার নামফলকটি পর্যন্ত ভেঙে ফেলেছিল স্বৈরাচাররা। আমি উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমার অন্যতম একটি কাজ ছিল তার নামফলকটি পুনঃস্থাপন করা। আজ বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তার নাম ফলকটি উন্মোচন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।

আরো পড়ুন  রাবি ক্যাম্পাসে মধ্যরাতে ছাত্রলীগের ফের অস্ত্রের মহড়া!

বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড রইস উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের উপর অপশাসন চালানো স্বৈরাচার শেখ হাসিনার আক্রোশ কতটা ভয়াবহ ছিল তা আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার নামফলক ভেঙে ফেলার দ্বারা আমরা বুঝতে পারি। আজ স্বাধীন দেশে আমরা আবারও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক দুইবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলকটি আবারও উন্মোচন করতে পেরে আমরা আনন্দিত।

আরো পড়ুন  ‘১৫ বছরে কথিত বুদ্ধিজীবীরা আত্মা বিক্রি করে দাসত্বকে মেনে নিয়েছে’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রভোস্ট, প্রক্টর, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, প্রতিষ্ঠানের জন্য জমিদানকারী জমিদার জগন্নাথ রায় চৌধুরীর বর্তমান বংশধররা, কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক প্রতিনিধিসহ অন্যরা।

সর্বশেষ সংবাদ