18 C
Dhaka
Tuesday, December 10, 2024

কালবেলার প্রয়াত সাংবাদিক রাজের স্মরণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশে দৈনিক কালবেলার প্রয়াত চন্দনাইশ প্রতিনিধি প্রবীণ সাংবাদিক এম এ রাজ্জাক রাজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ অক্টোবর) বিকেলে চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের উদ্যোগে স্থানীয় হাশিমপুর মকবুলিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ কমরুদ্দিন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খালেদ রায়হান।

আরো পড়ুন  ‘আপনার ঘুষ খাওয়ার জন্য দেশ স্বাধীন করিনি’

সভায় বক্তারা প্রয়াত সাংবাদিক এম এ রাজ্জাক রাজের জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে বলেন- সাংবাদিকের গুণাবলি ও চরিত্র গঠনে রাজের আদর্শ অনুকরণীয়। সভায় বক্তারা সাংবাদিক রাজকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবেন বলেও জানান। তিনি জীবদ্দশায় চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি ও দোহাজারী প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন।

এসময় বক্তব্য রাখেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মাস্টার নুরুল আলম, সিনিয়র সহসভাপতি আবু তালেব আনছারী, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাংবাদিক ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, সহসাংগঠনিক কামরুল মোস্তফা, প্রচার সম্পাদক ওমর ফারুক, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন নিরব প্রমুখ।

আরো পড়ুন  আইসক্রিমে পাওয়া গেল বিষাক্ত কেমিক্যাল, অতঃপর...

সর্বশেষ সংবাদ