27 C
Dhaka
Wednesday, July 3, 2024

অ্যান্টিভেনম প্রস্তুত করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন সবিতা

রাজবাড়ীতে সাপের ছোবলে সবিতা রানী দাস (৬০) নামে নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় রাজবাড়ী সদর হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। তিনি জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবারিয়া গ্রামের ধিরেন্দ্রনাথ দাসের স্ত্রী। তবে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকদের অবহেলায় ওই নারীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা।

মৃত সবিতা রানী দাসের ভাতিজা ধীরেন্দ্রনাথ দাস বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে বাড়ির টিউবওয়েলে বাসন পরিষ্কার করছিলেন কাকিমা। ওই সময় হঠাৎ একটি গোখরো সাপ তার ডান হাতে ছোবল দেয়। পরিবারের সদস্যরা ওই সময়ই তার হাতে বাঁধন দিয়ে ৬টা ২০ মিনিটে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর পরই চিকিৎসকরা অ্যান্টিভেনম না দিয়েই রোগীর অবস্থা দেখার জন্য হাতের বাঁধন খুলে দেয়। এ ঘটনার প্রায় ৫০ মিনিট পর কাকিমা বমি করতে থাকে। অবস্থা খারাপ হলে তখন বলে আপনারা ফরিদপুরে নিয়ে যান। চিকিৎসকের অবহেলায় কাকিমার মৃত্যু হয়েছে।

আরো পড়ুন  হাত-পা বেঁধে মাদরাসাছাত্রকে নির্যাতন: জড়িতদের শাস্তি চায় এলাকাবাসী

রাজবাড়ী সদর হাসপাতালের কনসাল্টেন্ট ডা. শামীম আহসান জানান, রোগীর হাতে সাপ ছোবল দিয়েছিল। হাতে ছোবল দিলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে। তারাও দ্রুত হাসপাতালে এনেছিল। কিন্তু হাসপাতালে আনার সময়ই রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। আমরা অ্যান্টিভেনম প্রস্তুত করতে করতেই রোগীর মৃত্যু হয়। এখানে আমাদের কোনো অবহেলা নেই। আমরা সঠিক ভাবেই আগাচ্ছিলাম।

আরো পড়ুন  আ.লীগ নেতাদের হারিয়ে সাহেদের চমক
সর্বশেষ সংবাদ