30 C
Dhaka
Tuesday, November 5, 2024

টাঙ্গাইলে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে সদর উপজেলার আশোপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিক করেছেন।

প্রত্যক্ষদর্শী রিপন জানান, মোটরসাইকেল আরোহী দুজন রাস্তা পার হতে চেয়েছিলেন। এ সময় একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।

আরো পড়ুন  র‍য়্যাল এনফিল্ড কেন এত মানুষের পছন্দ?

পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, সন্ধ্যার দিকে দুই মোটরসাইকেল আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। অন্যজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। বাসটি আটক করলেও চালক ও তার সহকারী পলাতক রয়েছে।

আরো পড়ুন  ফিলিস্তিনে শিগগিরই খাদ্য সহায়তা পাঠাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ সংবাদ