33 C
Dhaka
Tuesday, October 22, 2024

ছাত্রলীগের ৩৯১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার অভিযোগে ৩৯১ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত পরিচয় আরও ১০০০ জনকে আসামি করার আবেদন করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাবি শিক্ষার্থী মাহিন সরকার শাহবাগ থানায় এই মামলা করেন।

আরো পড়ুন  ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৪ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত জানান, ঢাবির ৩৯১ ছাত্রলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। হামলায় অংশগ্রহণকারী ও নেতৃত্বদানকারী ছাত্রলীগ নেতাদের নাম ও পরিচয় উল্লেখ করে শাহবাগ থানায় মামলা করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, মামলার আবেদন করা হয়েছে। আমরা সেটি গ্রহণ করেছি। আসামি অনেক, এজন্য যাচাই-বাছাই সাপেক্ষে মামলাটি নথিভুক্ত করা হবে।

আরো পড়ুন  স্কুল-কলেজে শনিবার ছুটি থাকবে কিনা চূড়ান্ত সিদ্ধান্ত জানালো মন্ত্রণালয়

সর্বশেষ সংবাদ