23 C
Dhaka
Friday, November 15, 2024

ছাত্র রাজনীতি নিয়ে ছাত্রদল সম্পাদককে কী বললেন শিক্ষার্থীরা

যশোর সিটি কলেজ, শার্শা উপজেলার নাভারন ডিগ্রি কলেজ ও যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

সোমবার (২১ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় যশোরের স্বনামধন্য এই তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি এবং বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

মতবিনিময় সভায় নাভারন ডিগ্রি কলেজের শিক্ষার্থী তারানা তাবাসসুম ক্যাম্পাস রাজনীতির পরিবেশ ও ছাত্রদলের শৃঙ্খলার বিষয়ে জানতে চান। এ বিষয়ে নাছির উদ্দীন নাছির বলেন, শৃঙ্খলাভঙ্গের ব্যাপারে ছাত্রদলের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স পলিসির’ কঠোর বাস্তবায়ন করা হচ্ছে। ক্যাম্পাসে একাডেমিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা করছে ছাত্রদল। যারা ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়েছে, তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য পৃথক সেল গঠন করা হয়েছে।

আরো পড়ুন  ন্যায্য অধিকার আদায়ের জন্য নারীদের কথা বলা প্রয়োজন : নুরুন্নিসা সিদ্দিকা 

ছাত্রদলের ভবিষ্যৎ রাজনীতির ধরন নিয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে দখলদারিত্বভিত্তিক গতানুগতিক ছাত্র রাজনীতির অবসান সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিয়ে একুশ শতকের উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য আমরা দেশের সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলের রাজনীতির অংশীদার করতে চাই। যাতে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি সুষ্ঠু রাজনীতিচর্চার মধ্যদিয়ে আগামী দিনে পূর্ণাঙ্গ নাগরিকে পরিণত হতে পারেন, দেশপ্রেমিক হয়ে উঠতে পারেন। আমাদের বিশ্বাস, এর ফলে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে বাংলাদেশের যাত্রা বেগবান হবে।

আরো পড়ুন  ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার,যে ভয়ংকর তথ্য দিল পুলিশ

এ সময় তিনি বিএনপির ৩১ দফার প্রাসঙ্গিকতা এবং রাষ্ট্র সংস্কার করে বিএনপি কেমন রাষ্ট্র জাতিকে উপহার দিতে চায়- সে বিষয়েও শিক্ষার্থীদের অবগত করেন। ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে রাষ্ট্রের প্রতিটি অর্গান পুনর্গঠনের বিষয়ে ছাত্রদল ও বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ বলেও জানান নাছির।

এ ছাড়া যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তনের তাগিদ দেন। ছাত্রলীগের মতামত চাপিয়ে দেওয়ার বিষয়টি শিক্ষার্থীরা আলোচনায় আনলে ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, গণতান্ত্রিক বাংলাদেশে সম্মিলিত সিদ্ধান্তকে ছাত্রদল গুরুত্ব দেবে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করবে।

আরো পড়ুন  ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের মায়ের চিকিৎসায় বিএনপি

সর্বশেষ সংবাদ