24 C
Dhaka
Thursday, November 21, 2024

সিরাজগঞ্জে মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শন, ১০ জনের কারাদণ্ড

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী মেলায় অভিযান চালিয়ে অশ্লীল নৃত্য ও অবৈধভাবে মেলা আয়োজনের দায়ে ১০ জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেলাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার সোনামুখী মেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার।

আরো পড়ুন  ‘দেশে ইসলামের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে’

স্থানীয়রা জানান, দুর্গাপূজা উপলক্ষে সোনামুখীতে মেলা বসে। গত এক সপ্তাহ ধরে এবারের মেলায় জাদু প্রদর্শনীর নামে প্রচুর অশ্লীলতা দেখা যাচ্ছিল। সোনামুখী এলাকার কিছু মানুষ এই অশ্লীলতাকে প্রশ্রয় দিয়ে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সোনামুখী মেলায় অভিযান চালায়। অভিযানে অশ্লীল নৃত্যের প্যান্ডেলগুলো ভেঙে ফেলা হয়েছে। কয়েকজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তার বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সোনামুখী মেলায় অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), সোনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদেরকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরো পড়ুন  এমপি আনার হত্যায় জড়িত কে এই ফয়সাল

এ সময় সিরাজগঞ্জ এনএসআই কার্যালয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, আর্মি ক্যাম্পের সিও লেফটেন্যান্ট কর্নেল নাহিদ আল-আমিন ও কাজীপুর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ