17 C
Dhaka
Tuesday, December 10, 2024

হজযাত্রীদের বিমান টিকিট ও তিন ফি’তে শুল্ক-ভ্যাট অব্যাহতি

হজ পালনে ব্যয় সাশ্রয়ের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী হজযাত্রীদের বিমান টিকিটের ওপর প্রযোজ্য সমুদয় আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য ছিল সেটি থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা বিশেষ আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে। সোমবার (৪ নভেম্বর) এনবিআরের ঊর্ধ্বতন একটি বিষয়টি নিশ্চিত করেছেন।

আদেশ বলা হয়েছে, যেহেতু উড়োজাহাজের ভাড়া প্রতিনিয়ত বৃদ্ধির কারণে পবিত্র হজ পালনে ব্যয় বৃদ্ধি পাওয়ায় ধর্মপ্রাণ মুসলিমদের জন্য হজ পালন ব্যয়বহুল ও কষ্টসাধ্য হয়ে পড়েছে। যেহেতু হজ পালন সংক্রান্ত ব্যয়ের ক্ষেত্রে বিমান টিকিটের ভাড়া একটি গুরুত্বপূর্ণ খাত। তাই বিমান টিকিটের ওপর প্রযোজ্য আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি (বিডি), যাত্রী নিরাপত্তা ফি (পি৭) এবং এয়ারপোর্ট নিরাপত্তা ফি (পি৮) এর ওপর প্রযোজ্য মূল্য সংযোজন কর হ্রাস বা অব্যাহতি প্রদান করা হলে ধর্মপ্রাণ মুসলিমগণের হজ পালন সহজ হবে। এসব কারণে ২০২৫ সালে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমনকারী হজযাত্রীদের বিমান টিকিটের ওপর প্রযোজ্য সমুদয় আবগারি শুল্ক এবং এম্বারকেশন ফি, যাত্রী নিরাপত্তা ফি ও এয়ারপোর্ট নিরাপত্তা ফি’র ওপর প্রযোজ্য সমুদয় মূল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান করা হলো।

আরো পড়ুন  কুড়িগ্রামে কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৫

বর্তমানে সৌদি আরবগামী বিমান টিকিটের ওপর চার হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। যা মওকুফ করা হয়েছে।

এ ছাড়া সার্কভুক্ত দেশের বিমান টিকিটের ওপর দুই হাজার টাকা; সার্কভুক্ত দেশের বাইরে অন্য দেশের টিকিটের ওপর চার হাজার টাকা এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস ও তাইওয়ানের বিমান টিকিটে ছয় হাজার টাকা শুল্ক দিতে হয়।

আরো পড়ুন  রাসেলস ভাইপার নিয়ে ভয় ও উদ্বেগের সত্যিই কোনো কারণ আছে?

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৪ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

সর্বশেষ সংবাদ