27 C
Dhaka
Tuesday, July 2, 2024

৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়লো হজের প্রথম ফ্লাইট

সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে গেছে চলতি বছরের হজের প্রথম ফ্লাইট। আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ৪১৯ যাত্রী নিয়ে ঢাকা ছাড়ে।

সকাল সাতটার মধ্যে সব প্রক্রিয়া শেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ দুপুর ১টায় সৌদি আরবের ফ্লাইনাস এয়ারলাইনসেরও একটি বিমান বাংলাদেশি হজযাত্রীদের নিয়ে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাবে।

আরো পড়ুন  বাড়ি বিক্রি করে ৪ মেয়েকে ডাক্তার বানালেন মোমেনা

মুসল্লিদের ভোগান্তি কমাতে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে আশকোনার হজ ক্যাম্পে। আর সৌদি অংশের ইমিগ্রেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেই উদ্যোগ নিয়েছে রোড টু মক্কা ইনিশিয়েটিভ।

এবার হজ পালনে নিবন্ধন করেছেন ৮৩ হাজার ৩১১ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন চার হাজার ৪১৬ জন। বাকিরা যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। যদিও এখনেও প্রায় অর্ধেক মুসল্লির ভিসা হয়নি।

আরো পড়ুন  গবেষণা সিজারিয়ানে জন্ম নেওয়া শিশুর শরীরে হামের টিকা কম কার্যকর
সর্বশেষ সংবাদ