23 C
Dhaka
Thursday, November 21, 2024

আ.লীগ নেতাদের হারিয়ে সাহেদের চমক

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আঞ্জুমানে আল ইসলাহ’র প্রার্থী মাওলানা ফজলুল হক খান সাহেদ। প্রথম ধাপের এ নির্বাচনে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহসভাপতিকে হারিয়ে চমক দেখিয়েছেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ারম্যান পদে বর্তমান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আঞ্জুমানে আল-ইসলাহ সমর্থিত দোয়াত কলম প্রতীকের প্রার্থী মাও. ফজলুল হক খান সাহেদ ৩৭,৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুল বাশার ফলাফল ঘোষণা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম পেয়েছেন ৩৩,৮৫২ ভোট।

আরো পড়ুন  ভাইয়ের জন্য ওষুধ আনতে গিয়ে ফেরা হলো না নাফিসের

এ ছাড়াও চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু পেয়েছেন ১৭,২৯৮ ভোট, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল হাসান পেয়েছেন ৫,৫৮৪ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চা শ্রমিক প্রতিনিধি রাজকুমার কালোয়ার রাজু চশমা প্রতীকে ৩১,৩৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম সবুজ টিউবওয়েল প্রতীকের পেয়েছেন ৩০,৪৮৪ ভোট, বই প্রতীকের প্রার্থী তালামীয নেতা আফজাল হোসেন সাজু পেয়েছেন ১৬,৯৯০ ভোট, তালা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম কুতুব পেয়েছেন ১৪,৭৭৭ ভোট, টিয়া পাখি প্রতীকের পূরণ উরাং পেয়েছেন ৫৬১ ভোট।

আরো পড়ুন  ‘পুলিশ গুলি করলে তাদের সন্তানদের পড়াবেন না শিক্ষকরা’

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী জাসদ নেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান নেহার বেগম ৭,১২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি হাঁস প্রতীকে পেয়েছেন ২১,৫১৮ ভোট।

সর্বশেষ সংবাদ