29 C
Dhaka
Saturday, June 29, 2024

হবিগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের বানিয়াচঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ মে) বিকেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে।

নিহতরা হলেন, উপজেলার আগুয়া গ্রামের একই গ্রামের সিএনজি অটোরিকশা চালক আব্দুল কাদির (২৫), সিরাজ মিয়া (৫০) ও লিলু মিয়া (৩০)।

আরো পড়ুন  র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: ক্যাম্প কমান্ডার প্রত্যাহার

স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের বদি মিয়া ও সোহেল মিয়ার মধ্যে আদিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জেরে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে দুই পক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে ২জন মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন।

সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

আরো পড়ুন  মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২

তিনি জানান, সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। মূলত এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ সংবাদ