23 C
Dhaka
Thursday, November 21, 2024

‘কেউ পাশে না থাকলে একাই যুদ্ধ করবে ইসরায়েল’

কেউ পাশে না থাকলে প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুঁশিয়ারির জবাবে এমন মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ শুক্রবার (১০ মে) এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ভিডিও বার্তায় তিনি বলেন, যদি প্রয়োজন হয়.. ইসরায়েল একাই যুদ্ধ করবে। আমি বলেছি যে, হামাসকে পরাজিত করতে প্রয়োজনে আমরা আঙ্গুলের নখ দিয়ে লড়াই করব।

আরো পড়ুন  স্ত্রীকে ভিডিও কলে রেখে পরপারে চলে গেলেন কুয়েত প্রবাসী

১৯৪৮ সালের কথা স্মরণ করিয়ে নেতানিয়াহু বলেন, ৭৬ বছর আগে যখন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, তখন আমাদের কাছে অস্ত্র ছিল না। পাশাপাশি, ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞাও ছিল। কিন্তু আমাদের যা ছিল, তা হলো চেতনা, বীরত্ব ও একতা। যার কারণে আমরা বিজয়ী হয়েছিলাম। এখন আমরা আরও বেশি শক্তিশালী। শত্রুদের ধ্বংস করতে দৃঢ় প্রত্যয়ী।

আরো পড়ুন  এবার রাশিয়ায় নিষিদ্ধ হলো নিকাব

এর আগে, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিতের হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের বার্তা ছিল– রাফায় স্থলাভিযান শুরু করলে ইসরায়েলকে অস্ত্র দেবে না ওয়াশিংটন।

সর্বশেষ সংবাদ